ইউরো চ্যাম্পিয়নশিপে প্রতিযোগিতাটির জন্য আমাদের প্রস্তুতি বেশ ভালো ছিল। স্পেনের কাছে হারায় আমাদের জন্য ব্যর্থতা ছিল। আমাদের ইউরো চ্যাম্পিয়ন হওয়ার উচ্চাকাঙ্ক্ষা ছিল। আমরা তা করতে পারিনি, তাই এটি একটি ব্যর্থতা ছাড়া আর কিছু না।’
ইউরো চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে ফ্রান্সের বিদায়ের পর এমন স্বীকারোক্তি কিলিয়ান এমবাপ্পের।
ফ্রেঞ্চ ফরোয়ার্ড আসরে পাঁচ ম্যাচে পেয়েছেন মাত্র একটি গোল। গ্রুপপর্বে পোল্যান্ডের বিপক্ষে পেনাল্টিতে লক্ষ্যভেদে সক্ষম হন। স্পেনের সঙ্গে সেমিতে রান্ডাল কোলো মুয়ানির গোলে অ্যাসিস্ট করেন।
পরাজয়ের হতাশা না লুকিয়ে এমবাপে বলেছেন, ‘এটাই ফুটবল। আমাদের এগিয়ে যেতে হবে। সামনে একটা দীর্ঘ বছর হয়েছে। আমি ছুটিতে যেতে চাই, কিছুটা বিশ্রামে যাচ্ছি। এটি আমাকে অনেক ভালো রাখবে। আরও শক্তিশালী হয়ে ফিরে আসার চেষ্টা করব।’
অস্ট্রিয়ার বিপক্ষে ফ্রান্সের প্রথম খেলায় এমবাপের নাকের হাড় ভেঙে যায়। নাকে চোটের কারণে নেদারল্যান্ডসের সঙ্গে খেলতে পারেননি। পোল্যান্ড, বেলজিয়াম এবং পর্তুগালের বিপক্ষে মাস্ক পরে মাঠে ফিরে আসেন। যদিও মুখে অস্বস্তি বোধ করায় সেমিফাইনালে সেটি না পরে খেলতে নামেন।